গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মিনহাজ চৌধুরীকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০১৫, ৯:৫১ অপরাহ্ণসিলেটের গোলাপগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মিনহাজ চৌধুরীকে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন দল ও অঙ্গ সংগঠনের তৃনমূলের নেতাকর্মীরা।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা বলেন- মিনহাজ উদ্দিন চৌধুরী গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি থেকে বর্তমানে পৌর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দক্ষতার সাথে দলকে সুসংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তিকে গোলাপগঞ্জে প্রতিষ্টিত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলের জন্য এ অক্লান্ত পরিশ্রমের কারনে তাকে নানা সময়ে হামলা-মামলার শিকার হতে হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। পৌর বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তরুন দল প্রভৃতি দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার ডাকে সাড়া দিয়ে আন্দোলনে সচেষ্ট ছিল।
আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী হলে তার বিজয় সুনিশ্চিত বলে জানান নেতাকর্মীরা। তাই বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মিনহাজ উদ্দিন চৌধুরীকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করতে সিলেট জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
. . . . . . . . .