১২০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা লিন্ডে বাংলাদেশের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৫, ৯:২৩ অপরাহ্ণবাংলাদেশের রূপগঞ্জে তরলীকৃত গ্যাস উৎপাদনকারী এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) নির্মাণের জন্য ১২০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে লিন্ডে গ্রুপের গ্যাসেস ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এই এয়ার সেপারেশন ইউনিটটি (এএসইউ) দৈনিক প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস উৎপাদন করবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লিন্ডে গ্যাসের সাউথ এশিয়ান বিজনেসের কান্ট্রি ক্লাস্টার হেড মলয় ব্যানার্জী।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় আমাদের সার্বিক ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের দৃষ্টিতে এই বাজারের সম্ভাবনা প্রচুর। আমাদের এই বিনিয়োগ একটি ভবিষ্যতের বিনিয়োগ, এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় অঞ্চলে আমাদের গ্যাসসেবার পরিধি বাড়াতে আরো সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রূপগঞ্জে নির্মিতব্য প্ল্যান্টটি বাংলাদেশে লিন্ডের উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেবে এবং ২০১৭ সালের মধ্যে উৎপাদন শুরু করবে।
রূপগঞ্জে একটি সর্বশেষ প্রযুক্তির সিলিন্ডার ফিলিং সাইট নির্মাণ করা হবে যা সকল শ্রেণীর গ্রাহকদের বিভিন্ন ধরনের সিলিন্ডার প্রোডাক্ট সরবরাহ করবে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় তুলে ধরেন লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইরফান শিহাবুল মতিন।
. . . . . . . . .