অনার্স চতুর্থবর্ষের ফল প্রকাশ, পাসের হার ৭৬.১২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৫, ৬:৪৬ অপরাহ্ণজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স চতুর্থবর্ষের পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এবারের পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় ২৮টি অনার্স বিষয়ে ২৪৫টি কলেজে মোট ১ লাখ চার হাজার ৪৫১ পরীক্ষার্থী অংশ নেন।
যেভাবে ফল জানা যাবে:
বিকেল ৫টায় যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>h4<space>Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফল জানা যাবে। এছাড়া রাত ৮টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে ফল।
. . . . . . . . .