ইউসি ব্রাউজার বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৫, ৬:১৪ অপরাহ্ণমোবাইলে ব্যবহৃত অন্যতম ব্রাউজার হল ইউসি ব্রাউজার। বিশ্বব্যাপী অনেকে এই ব্রাউজার ব্যবহার করে থাকেন। এবার ইউসি ব্রাউজার একটি নতুন মাইলফলক স্পর্শ করল।
আলিবাবা গ্রুপ কোম্পানির হতে তৈরিকৃত এই ইউসি ব্রাউজার। ১৭.৪২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্রাউজার হয়ে উঠেছে। একটি স্বাধীন ওয়েব ট্রাফিক বিশ্লেষণের সম্প্রতি জরীপে এই তথ্য উঠে এসেছে।
ইউসি ব্রাউজারের এই মাইলফলক স্পর্শের পেছনে রয়েছে আন্তর্জাতিক বাজার। ২০১৫ সালের অক্টোবর মাস থেকে এটি ভারতে ৫৪.৪২ শতাংশ মার্কেটিং সেবা দিচ্ছে। ইন্দোনেশিয়ায় এই শতাংশের হার ৪৯.০৫। ভারত ও ইন্দোনেশিয়া এশিয়ার দ্বিতীয় ও তৃতীয় জনসংখ্যাবহুল দেশ হিসেবে পরিচিত। ভারত ও ইন্দোনেশিয়া এই দুই রাষ্ট্রে প্রতিনিয়ত মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
২০০৪ সালে প্রকাশিত এই ব্রাউজার অতি কম সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। তাদের মিশন হল বিশ্বব্যাপী ভাল ইন্টারনেট সেবা প্রদান করা। মোবাইলে ৩০০০টি ভিন্ন ধরনে ইউসি ব্রাউজারের মডেল দেখা যায়। বর্তমানে বিশ্বের ১৫০ টিরও বেশি দেশে এই ব্রাউজার ব্যবহার করা হয়। এতে ১১টি দেশের ভাষা বিদ্যামান রয়েছে।
ইউসি ব্রাউজারে দ্রুত গতির ইন্টারনেট এবং স্থানীয় কন্টেন্ট এবং পরিষেবাগুলিতে সহজেই অ্যাক্সেস পাবার বৈশিষ্ট্যাবলী থাকার কারণে এর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এই কৃতিত্বের উপর মন্তব্য করতে গিয়ে আলিবাবা মোবাইল ব্যাবসায়ী গ্রুপের সভাপতি জনাব ইউ ইওংফু বলেন, ‘চীন বাজারে আমাদের নেতৃস্থানীয় অবস্থান ছাড়াও এখন বিদেশী প্রবৃদ্ধিতে ইউসি ব্রাউজার এর চড়াই উল্লেখযোগ্য অবদান রেখেছে। একটি ওয়ান স্টপ মোবাইল ব্রাউজিং গেটওয়ে প্রদান করে, ইউসি ব্রাউজার উন্নত ইন্টারনেট সেবা প্রদান করে এবং বিশ্বব্যাপী আমাদের ব্যবহারকারীদের মোবাইল জীবনধারা পুনর্নির্মাণে সাহায্য করে, মোবাইল সেবা সুবিধামত সুগম করে তোলে। আমরা অনন্য স্থানীয়করণ এবং ব্যক্তিগতকরণ প্রচেষ্টার মাধ্যমে নতুন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য অব্যাহত থাকব’।
তিনটি জনবহুল দেশ চীন, ভারত ও ইন্দোনেশিয়ার বাজারে প্রভাব বিস্তারের মাধ্যমে তারা উত্তেজনাপূর্ণ সাফল্যের দেখা পেয়েছেন। এই তিনটি দেশে ২.৮ বিলিয়ন জনসংখ্যা বিদ্যামান। যা বিশ্বের মোট জনসংখ্যার তিন ভাগের এক অংশ। পাকিস্তানে ৩৩.৭৬ শতাংশ নিয়ে এক নম্বর স্পটে রয়েছে এই ব্রাউজার। বাংলাদেশেও ২৫.২ শতাংশ নিয়ে এর কর্মক্ষমতা উত্সাহিত হতে দেখা যাচ্ছে।
অন্যান্য ওয়েব ব্রাউজারের তুলনায় ইউসি ব্রাউজার অনেক দ্রুত কাজ করে এবং ডাটাও কম লাগে, তাই এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সর্বশেষ গত ডিসেম্বরে ইউসি ব্রাউজারে দৈনিক ১০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীদের দেখা যায়। ফেসবুক, টুইটার, ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের ইউসি ব্রাউজারে বেশি আনাগোনা দেখা যায়।
. . . . . . . . .