মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়: এরশাদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫, ১০:২৭ অপরাহ্ণজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। দেশে এমন গণতন্ত্র চলছে যে, মানুষ ঘর থেকে বের হতে ভয় পান। ঘর থেকে বের হওয়া যায় না। পথে পথে চেকপোস্ট, মানুষের জানমালের নিরাপত্তা নেই।
রোববার দুপুর আড়াইটার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য অশোক কুমার ঘোষ, খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, শরিফুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর পর রোববার নড়াইলে আসেন এরশাদ। এর আগে ১৯৮৮ সালে নড়াইলে এসেছিলেন তিনি। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠনের কথা রয়েছে।
. . . . . . . . .