সাকার ১০ গরলোক্তি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫, ১১:০১ পূর্বাহ্ণডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী দম্ভোক্তি এবং ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির জন্য ব্যক্তিজীবনে এবং রাজনৈতিক জীবনে আলোচিত-সমালোচিত। গরলে ভরা তার কথা নিয়ে আলোচনা হয় আদালতেও।
সালাউদ্দিন কাদের চৌধুরী দেশের মানুষের কাছে সাকা চৌধুরী হিসেবেই বেশি পরিচিত। তার ব্যক্তি চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- তুচ্ছতাচ্ছিলের মুখচ্ছবি, বাঁকা হাসি, মুখরোচক বক্তব্য এবং ঔদ্ধত্যপূর্ণ বাক্য ছোড়া।
সাকা চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ ও মুখরোচক কিছু কথা তুলে ধরা হলো :
সাকা চৌধুরী বিএনপির রাজনীতি করলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতে ছাড়েননি। এ জন্য নিজ দলে নিন্দিত ও সমালোচিত হন তিনি।
বিএনপির চেয়ারপারসনকে নিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, ‘তালাকপ্রাপ্ত বউয়ের ঘর করি না আমি।’
তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডে খালেদা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, ‘আগে কুকুর লেজ নাড়ত, এখন লেজ কুকুরকে নাড়ায়।’
মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরের ছেলে সাকা চৌধুরী। তার জিহ্বা কখনো সংযত ছিল না। আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সমালোচনায় থাকাটা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
২০০৪ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা নিয়েও তির্যক মন্তব্য করেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, ‘আমি গ্রেডেন ছুড়লে সেটা তো মিস হতো না।’
তিনি আরো বলেছিলেন, ‘ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন।’ বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তার পরিবারের ভালো যোগাযোগ ছিল- এমন দাবি করে তিনি এ কথা বলেন।
তার বিরুদ্ধে শেখ হাসিনাকে উসকে দিচ্ছে কেউ কেউ- এমন দাবি করে সাকা চৌধুরী বলেছিলেন, ‘ওই মহলটি জানে না, তারা যে বিলের মাছ, আমি সালাউদ্দিন ওই বিলের বক।’
নারী নির্যাতন সম্পর্কে গত আওয়ামী লীগ সরকারের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একটি বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে সাকা চৌধুরী বলেছিলেন, ‘তিনি কেরানীগঞ্জের একজন প্রমোদবালক- এটা কি আমি কখনো বলেছি?’
ওআইসির মহাসচিব পদে সাকা চৌধুরীর নাম প্রস্তাব করে তৎকালীন বিএপি-জামায়াত জোট। এ নিয়ে সামলোচনা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। আর তাতেই তেলেবেগুনে জ্বলে গরল উগ্রে দেন সাকা চৌধুরী। তিনি বলেছিলেন, “বাবু ওআইসি নিয়ে কথা বলার কে? উনাকে ওআইসি নিয়ে কথা বলতে হলে, আমি ছোট বেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি, আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে। তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন।”
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাকা চৌধুরী বলেছিলেন, ‘আমার না হলে, ফাঁসি কারো হবে না।’
একই সালের ৩০ জুন আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষীর বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক হলে আমিও মুক্তিযুদ্ধের সমর্থক।’
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় দেওয়া সময় সাকা চৌধুরী বিচারকের উদ্দেশ্য ব্যঙ্গ করে বলেছিলেন, ‘তোমার বোনকে বিয়ে করার কথা ছিল, সেটা বল না?’ একই প্রসঙ্গে আরো বেশ কয়েক বার বিচারককে টার্গেক করে কটূক্তি করেন তিনি। . . . . . . . . .