গুলিবিদ্ধ ইতালীয় নাগরিককে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৫, ১০:৫৪ অপরাহ্ণদিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারিকে (৬৪) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে ভর্তি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিকেল চারটার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল থেকে এয়ারবাসে করে ঢাকায় পাঠানো হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জিল্লুর রহমান বলেন, “নিরাপত্তার কথা ভেবে ও উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”
জাপানি নাগরিক হোশি কোনিও ও ইতালির নাগরিক সিজার তাভেলাকে গুলি করে খুনের রেশ কাটতে না কাটতে আরেক বিদেশি নাগরিককে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার সকালে দিনাজপুর শহরের বিআরটিসির বাস ডিপোর সামনে সাইকেল আরোহী ফাদার পিয়েরোকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। পিয়েরোর ঘাড়ের পেছন দিকে বিদ্ধ হয় গুলি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পরপর দিনাজপুর শহরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো শহরে র্যাকব, গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যাপক তৎপরতা দেখা যায়। গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়েছে।
. . . . . . . . .