সাকা-নিজামী-মুজাহিদের রিভিউ কার্যতালিকায়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৫, ৯:০৯ অপরাহ্ণবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন শুনানির জন্য আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে।
সোমবার বিকেলে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, মামলা তিনটি শুনানির জন্য তাদের নাম যথাক্রমে কার্যতালিকার ৩, ৪ ও ২ নম্বরে রাখা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর নিজামীর প্রথম দিনের আপিল শুনানি শেষে মুলতবি করেছিলেন সুপ্রিম কোর্ট। এছাড়া সাকা ও মুজাহিদের রিভিউর জন্য গত ১ নভেম্বর দিন ধার্য ছিল। ওই দিন আপিল বিভাগ শুনানি শেষে নতুন করে ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন।
রায়ে ১৬ টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।
৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।
গত ১৪ অক্টোবর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী।
মোট ৩৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৩২টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন মুজাহিদ। রিভিউর পেপারবুক দাখিল করা হয়েছে তিন শতাধিক পৃষ্ঠার। অন্যদিকে সাকা চৌধুরী তার মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন।
. . . . . . . . .