‘৫ টাকার কয়েন আজই প্রথম দেখলাম’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৫, ১০:১৮ অপরাহ্ণদেশে যে পাঁচ টাকার কয়েন রয়েছে তা জানতেন না অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আজই আমি দেখলাম পাঁচ টাকার একটি কয়েন রয়েছে। এটা ‘ইলিগ্যাল’ (অবৈধ)।
রোববার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে বাংলাদেশ কয়েন সংশোধন বিল ২০১৫ পাসের আগে কয়েকজন সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাবের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের এই কয়েন বাজারে ছাড়ার ক্ষমতা নেই। তারা একসময় এটা করেছে। এটা ইলিগ্যাল। তারা এটা করতে পারে না। তাদের এক টাকার কয়েন ছাড়ার ক্ষমতা রয়েছে।উৎসঃ বাংলানিউজ24
. . . . . . . . .