সিলেটে বর্ষাকে ১৯দিন আটকে রাখা হয় বস্তিতে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৫, ১০:১৫ অপরাহ্ণজেলার জুড়ী উপজেলা থেকে অপহরণের শিকার কলেজছাত্রী বর্ষা বাড়ইকে (১৮) ১৯দিন ধরে আটকে রাখা হয়েছিল।
রোববার ভোরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাসিরপাড় বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
একই সময় অপহরণের ঘটনায় জড়িত আশরাফ চৌধুরী (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
কলেজছাত্রী বর্ষা বাড়ই জুড়ি উপজেলার গোয়লবাড়ী ইউনিয়নের মৃত দিলিপ বাড়ইয়ের মেয়ে। তিনি স্থানীয় আফতাব উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। আটক আশরাফ চৌধুরী একই ইউনিয়নের বটনিঘাট গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হামিদুর রহমান সিদ্দীকি বাংলামেইলকে জানান, গত ২৮ অক্টোবর সকালে কলেজে যাওয়ার পথে বর্ষা বাড়ইকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়রি করেন।
পরে গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে রোববার ভোরে সিলেটের বিয়ানিবাজার এলাকার কালাসিরপাড় বস্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। অপহরণ ঘটনায় জড়িত আশরাফকে সেখান থেকে আটক করা হয়।
ওসি জানান, অপহরণের ঘটনায় থানায় নারী নির্যাতন মামলা করা হচ্ছে।
. . . . . . . . .