‘নূর হোসেনকে রিমান্ডে নেওয়া যাবে না এটা ঠিক নয়’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৫, ১০:১৩ অপরাহ্ণজাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, চার্জশিট দেওয়া হয়েছে বলেই নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে রিমান্ডে নেওয়া যাবে না এটা ঠিক নয়। তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা রিমান্ডে নিলে বেরিয়ে আসবে।
রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকলের জন্য মানবাধিকার : প্রসঙ্গ অস্পৃশ্যতাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্ত্যবে তিনি ওই কথা বলেন।
তিনি আরো বলেন, নূর হোসেনকে রিমান্ডে না নিলে জনমনে সন্দেহ দেখা দেবে। তাই রাষ্ট্রের উচিত হবে তাকে রিমান্ডে নেওয়া।
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান, হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেদ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাশফোর।
বক্তারা বলেন, সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হলেও হরিজন সম্প্রদায় তা থেকে বঞ্চিত। তারা এ বৈষম্য দূরীকরণের দাবি জানান।
. . . . . . . . .