মরে গেলেও এখন কেউ বিচার চায় না : এরশাদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ৯:২৭ অপরাহ্ণজাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমানে দেশের মানুষ নিরাপদে নেই। দেশে আইনের শাসন নেই। মানুষ মরে গেলেও এখন বিচার চায় না।
বৃহস্পতিবার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, সন্তানের মৃত্যুর পর দীপনের বাবার বিচার না চাওয়া অনেক কষ্টের বিষয়। তিনি বলেন, বিএনপি-আওয়ামী লীগ কারও কাছ থেকে কিছুই পাইনি। তাই দলকে সুসংগঠিত করে আগামীতে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি।
এরশাদ আরো বলেন, কয়েকদিন আগে নূর হোসেন দিবস পালিত হয়েছে। তার বুকে-পিঠে লেখা ছিল- ‘গণতন্ত্র মুক্তি পাক।’ নূর হোসেনের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, সেই গণতন্ত্র এখন কোথায়? গণতন্ত্র এখন কবরে। তিনি আরো বলেন, আমি সংলাপের আহ্বান করেছিলাম, তখন কেউ সাড়া দেয়নি। আজ বিএনপি সংলাপ ভিক্ষা চাচ্ছেন, সে ভিক্ষা কেউ দিবে না, সংলাপ আর জীবনেও হবে না।
তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাহাবউদ্দীন আহমেদের সমালোচনা করে বলেন, তাকে আমি উপ-প্রধানমন্ত্রী করেছি। সে আমার সাথে বেঈমানি করেছে। আমাকে কারাগারে পাঠিয়েছে।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি ও আমির হোসেন ভূইয়া এমপি। সম্মেলনে লুৎফর রেজা খোকনকে সভাপতি ও আমীর হোসেন ভুইয়া এমপিকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।
. . . . . . . . .