জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সেলিম আর নেই, শোক প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ৫:০৩ অপরাহ্ণজালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে—-রাজেউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর দক্ষিণ উপজেলার তেতলী ইউনিয়নের পুরান তেতলী গ্রামস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে, ভাই-বোন, অসংখ্য রাজনৈতিক, সাংস্কৃতিক সহকর্মী, সহপাঠী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন। সেলিম আহমদ চৌধুরী ছিলেন স্থানীয় পুরান তেতলী গ্রামের বাসিন্দা মরহুম চান মিয়া চৌধুরীর ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সর্বকনিষ্ট।
তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার গোটা দক্ষিণ সুরমা এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সাথে সাথেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সহপাঠীসহ সর্বস্তরের এলাকাবাসী তাঁর বাড়িতে ভীড় করেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা স্থানীয় পুরান তেতলী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে তাঁর মরদেহ দাফন করা হবে।
এদিকে, সেলিম আহমদ চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেট’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তুরণ মিয়া, যুগ্ম আহবায়ক মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া, তেতলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মঈনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মরহুমের সহপাঠী চঞ্চল মাহমুদ ফুলর, নাট্য সংগঠন নাট্যায়ন সিলেটের সাধারণ সম্পাদক ও মরহুমের সহপাঠী নাট্যকার চম্পক সরকার, নাট্যনিকেতন সিলেটের মুখ্য নির্বাহী মহসিন খান ওলি, সহ-মূখ্য নির্বাহী সুমন রায়, যুক্তরাষ্ট্র প্রবাসী বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুমের সহপাঠী মোহাম্মদ সুফিয়ান খান, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক সেলিম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও মরহুমের সহপাঠী ইউসুফ এ. মুমিন, আশরাফুল আলম, শাহিদুল ইসলাম প্রমুখ।
. . . . . . . . .