শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫, ৬:১৩ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জালিয়াতি ঠেকাতে সার্বক্ষণিক মাঠে থাকছে ভ্রাম্যমান আদালত। ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
এদিকে জালিয়াতি রোধে পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যে কোন চীপ সম্বলিত ডিভাইস, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভারী কলম ও ভারী বোতাম নিয়ে প্রবেশ করা যাবে না। তবে সাধারন সাইন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ।
বুধবার শাবি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে ২০১৫-১৬ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা এসব কথা বলেন । তিনি আরো বলেন, প্রশ্নপত্রের নিরাপত্তার ব্যপারে আমরা সবোর্চ্চ সর্তকতা অবলম্বন করছি। সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভি র মাধ্যমে মনিটরিং করা হচ্ছে । প্রশ্নপ্রত্রের জন্য কেউ কারো সাথে আর্থিক লেনদেন কিংবা সামাজিক মিডিয়ার কোন ধরনের কোন ধরনের অপপ্রচারের বিশ্বাস করে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ ব্যপারে সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের কোনো জেলা সমিতি, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পোস্টার লাগাতে দেওয়া হবে না বলে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তথ্য সহায়তার নামে কেউ বুথ তৈরি করতে এবং ব্যানার টাঙাতে পারবে না কোন ব্যক্তি কিংবা সংগঠন ।
শাবিতে এবার ১৪৪৮ টি আসনের বিপরীতে প্রতিযোগীতা করবে ৪১২৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিটের ৬১৩ টি আসনের বিপরীতে ১৫৯৭০ জন অর্থাৎ প্রতি সিটের জন্য ২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বতিা করবে। অন্যদিকে বি ইউনিটের ৮৩৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৫৩২৭ জন । বি ইউনিটে প্রতি সিটের জন্য লড়বে ৩০ জন শিক্ষার্থী।
. . . . . . . . .