‘১ টাকা কর দিতে ৩ টাকা খরচ করতে চাই না’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫, ৬:৩৭ অপরাহ্ণদি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বলেন, ব্যবসায়ীরা কর দিতে চান। কিন্তু আমরা এক টাকা কর দিতে গিয়ে তিন টাকা খরচ করতে চাই না।
সোমবার রাজধানীর এফবিসিসিআইয়ের কনফারেন্স রুমে ‘জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই পার্টনারশিপ ডায়লগ’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাতবুল আহমাদ এ কথা বলেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট বলেন, ব্যবসায়ীরা প্রকৃত অর্থে কর দিতে চান। কিন্তু অবশ্যই এক টাকা কর দিতে গিয়ে তিন টাকা খরচ করতে চান না। তাই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যান ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে অত্যন্ত আন্তরিক।
এনবিআর ও এফবিসিসিআই ডায়লগ বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা রাজস্ব পার্টনার। তাই এনবিআরকে ব্যবসায়ীদের নিয়ে চলতে হলে এ ধরনের ডায়লগ প্রয়োজন। এখন থেকে প্রতি চার মাস পরপর এ ধরনের ডায়লগের আয়োজন করা হবে। আমরা চাই এনবিআর চেয়ারম্যান এ বিষয়টি নিয়ে আরো কাজ করবেন।
অন্য দিকে প্রধান অতিথি হিসেবে সূচনা বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব সংগ্রহের জন্য প্রয়োজন অত্যন্ত প্রাণচঞ্চল পরিবেশ। আমরা সব ভালো উদ্যোগকে সহযোগিতা করতে চাই। কারণ ব্যবসা করতে একটি সুন্দর পরিবেশ দরকার। তাই শুধু বাজেটের সময় নয়, আমরা সারা বছরই ডায়লগ করতে চাই।
তিনি বলেন, চলতি অর্থ বছরের বাজেট অত্যন্ত ব্যবসাবান্ধব। হাত ও হাতমোজা যেমন একে অপরের সঙ্গে লেগে থাকে ঠিক তেমনি এফবিসিসিআই ও এনবিআরকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিজিএমইয়ের সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এনবিআরের সদস্য (শুল্ক) ফরিদউদ্দিন আহমেদ ও সদস্য (আয়কর) পারভেজ ইকবালসহ এনবিআর ও ব্যবসায়ী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। . . . . . . . . .