৫ম প্রজন্মের নতুন ল্যাপটপ আনল ডেল
![](https://sylheterkantho.net/img/icon.jpg)
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৫, ৪:৩৮ অপরাহ্ণগ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এল বিশ্বখ্যাত ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ ভোস্ট্র ৩৪৫৮।
২.২০ গিগাহার্জ সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০জিবি হার্ডডিস্ক, ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০ এবং ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রিন এইচডি ওয়েবক্যাম।
এছাড়াও এতে নেওয়ারর্কিং এর জন্য রয়েছে ইথারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস(৮০২.১১এসি) এবং ব্লুটুথ ।
৪-সেল রিমুভেবল ব্যাটারিসহ এর ওজন ১.৯৪কেজি, যার ফলে এটি সহজে বহনযোগ্য।তিন বছর ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯,৩০০/-টাকা, গ্রাহকের সাধ্যের মধ্যে।
. . . . . . . . .