মির্জা ফখরুলের মুক্তির দাবিতে সিলেটে মুক্তিযোদ্ধা দলের মিছিল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫, ৩:৩৬ অপরাহ্ণবিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে সিলেট নগরীতে মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।
শনিবার বেলা ২টার দিকে নগরীর জেলরোড থেকে মিছিলটি বের হয়ে রংমহল পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষ হতেই পুলিশ এসে ধরপাকড়ের চেষ্টা চালালে নেতাকর্মীরা পালিয়ে যান।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক রহিম মল্লিক, বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শাহজাহান চৌধুরী, যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন, খাদিমপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক শামীম হেলালী প্রমুখ।
. . . . . . . . .