এবার টার্গেট বাপ্পাদিত্য!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১১:০৬ পূর্বাহ্ণফের ক্ষুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়া হলো বাংলদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে। কিন্তু কারা এই বার্তা পাঠিয়েছে তা জানা যায়নি।
এ প্রসঙ্গে বাপ্পাদিত্য বসু বাংলামেইলকে বলেন, ‘রোববার রাত ৯টা ৯ মিনিটে আমার মোবাইল ফোনে একটি আইডিবিহীন ক্ষুদে বার্তা আসে (শুধু এসএমএস লেখা)। যাতে লেখা আছে বিপ্রিপেয়ার্ড, আওয়ার নেক্সট টার্গেট ইউ।’
তিনি আরো বলেন, ‘এই বার্তা পাওয়ার পর আমি থানায় এবং ডিবিকে বিষয়টি জানিয়েছি। এর আগে আমি শাহাবাগ ও লালবাগ থানায় মোট চারটি জিডি করে রেখেছি।’
বাপ্পাদিত্য জানান, এই হুমকিতে তিনি ভীত নন। বরং হত্যার হুমকি এখন তার নিত্যদিনের সঙ্গী বলেও জানান গণজাগরণ মঞ্চের এই নেতা।
শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ার ‘সি’ ব্লকে শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিন ব্লগারকে তার কার্যালয়ে কুপিয়ে জখম করার কয়েক ঘণ্টার মাথায় খবর পাওয়া যায় শাহবাগে আজিজ সুপার মার্কেটে কুপিয়ে হত্যা করা হয়েছে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে। দুই প্রকাশনী থেকেই জঙ্গিদের হামলায় নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশ করা হয়েছিল। এ দুই হামলার পর দেশজুড়ে আন্দোলন চলছে। আর এর মধ্যেই বাপ্পাদিত্যকে এসএমএস করে হুমকি দেয়া হলো। . . . . . . . . .