ব্যানারে নিজের নাম না দেখে ভাংচুর করলেন জয়!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:২৯ অপরাহ্ণযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুক মিয়ার কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে। জয় একে ভুল বোঝাবুঝি বললেও একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জাতীয় যুব দিবসের অনুষ্ঠানেরে ব্যানারে নিজের নাম না দেখে ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটান জয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সচিবালয়ে এই ঘটনা ঘটে। একই সময় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান চলছিল। সচিবালয়ের উল্টোদিকের এই মিলনায়তনের অনুষ্ঠানে নিজের নাম না দেখে উপমন্ত্রী জয় ছুটে যান মন্ত্রণালয়ে সচিব নূর মোহাম্মদের দপ্তরে। এই ব্যানার কে লিখেছেন, তা জানতে চান উপমন্ত্রী। সচিব তখন যুগ্ম সচিব মাসুক মিয়ার নাম জানান। এরপর উপমন্ত্রী ছুটে যান যুগ্মসচিবের দপ্তরে।
যুগ্ম সচিবের কক্ষে গিয়েই উত্তেজিত কণ্ঠে তাকে ডাকতে থাকেন উপমন্ত্রী। মাসুক মিয়া তখন ছিলেন ওসমানী মিলনায়তনেই। তাকে না পেয়ে অফিস কক্ষের জিনিসপত্র ছুড়ে ফেলতে থাকেন জয়। একটি কম্পিউটারও তিনি ভাঙচুর করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নাম একাশ না করার শর্তে সেখানে উপস্থিত এক কর্মকর্তা জানান, যুগ্মসচিবকে না পেয়ে ওই কার্যালয়ের একাধিক কর্মকর্তাকেও ধমকাধমকি করতে থাকেন উপমন্ত্রী। এক পর্যায়ে কর্মকর্তারা তাকে শান্ত করতে এগিয়ে এলে তারাও উপমন্ত্রীর রোষানলে পড়েন। পরে ব্যক্তিগত কর্মকর্তারা আরিফ খান জয়কে শান্ত করেন।
সচিবালয়ে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে আরিফ খান জয় বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। বলেন, ‘তেমন কিছু ঘটেনি, ভুল বোঝাবুঝি হয়েছে’।
জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান জয় উপমন্ত্রী হওয়ার আগে খেলার মাঠে অস্ত্র নিয়ে ঢুকে সমালোচিত হয়েছিলেন। ২০১২ সালের অক্টোবরে মোহামেডান-বিজেএমসি ফুটবল ম্যাচে বিরতির সময় মাঠে ঢূকে রেফারি আজাদ রহমানকে শাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সেই সময়ের সহসভাপতি আরিফ খান জয়। সে সময় তার প্যান্টের ডান পকেটে ছিল একটি পিস্তল। সেই অস্ত্রটি অবশ্য লাইসেন্স করা ছিল।
. . . . . . . . .