শমসেরের আ.লীগের মন্ত্রী হওয়ার গুঞ্জন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:২০ পূর্বাহ্ণবিএনপির সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। গত (২৮ অক্টোবর) বুধবার রাতে একটি চিঠির মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার অবসরে যাওয়ার বিষয়টি অবগত করেছেন। এরপর দিন বৃহস্পতিবার শমসের মবিন চৌধুরী নিজেই বিএনপি থেকে অবসরে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মাত্র ৩ দিন হয়েছে মবিন বিএনপি’র সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এরইমধ্যে গুঞ্জন উঠেছে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করবেন। এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সিলেটের রাজনৈতিক অঙ্গনে।
প্রায়ত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুর পর মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনটি শূণ্য রয়েছে। তার মৃত্যুর পর ঐ অাসনে নিয়োগের জন্য আলোচনায় ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। ৩০ অক্টোবর তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের খবর, চুক্তি নবায়ণ না করে তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং বড় কোনো দায়িত্ব দেয়া হতে পারে। এই পরিস্থিতিতে শমসের মবিনের বিএনপি থেকে পদত্যাগ এবং বিষয়টি নিয়ে আওয়ামী লীগের একাধিক মন্ত্রীর বক্তব্য নতুন করে আলোচনায় নিয়ে এসেছে শমসের মবিনের নাম।
এদিকে বৃহস্পতিবার বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর শমসের অভিযোগ করেন, ‘জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বিএনপি।’ একইদিন মৌলভীবাজার-৩ আসনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর এই বিষয়টিকে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাচ্ছেন অভিজ্ঞ মহল।
অপরদিকে, বেশ কিছুদিন ধরে পররাষ্ট্রমন্ত্রী পদে রদবদলের সম্ভাবনার খবর আলোচিত হচ্ছিল সিলেটে। এর মূল কারণ, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার নাম আলোচিত হচ্ছিল তিনি সিলেটেরই একজন।
কেউ কেউ মনে করছেন, শমসের মবিন বিএনপিতে আন্তর্জাতিক বিষয়গুলো দেখাশোনা করতেন। তবে তিনি বিএনপির মূল ক্ষমতাকেন্দ্রের খুব কাছাকাছিই থেকেও মন্ত্রী হতে পারেননি। সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে মৌলভীবাজারের যে সংসদীয় আসনটি খালি রয়েছে, সেখান থেকে আওয়ামী লীগে যোগদান করে নির্বাচনে বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারেন তিনি। যার পরিণতি গিয়ে দাঁড়াবে দেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর পদে।
এদিকে, সম্প্রতি ২ বিদেশি হত্যা ও হঠাৎ বিএনপি থেকে তার এই পদত্যাগ ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদানেরই আভাস দিচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতির শেষ কথা নেই।
-প্রাইমনিইজ
. . . . . . . . .