প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন ৪ কূটনীতিক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫, ১০:৫৯ পূর্বাহ্ণপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। ঢাকা ও রংপুরে দুজন বিদেশী নাগরিককে গুলি করে হত্যার পটভূমিতে ওই চার দূত অনেক দিন ধরে একসঙ্গে দৌড়ঝাঁপ করছেন। চলতি মাসের প্রথমে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগের কথা জানান। গত সপ্তাহে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে ঘটনার স্বচ্ছ তদন্তের তাগিদ পুনর্ব্যক্ত করেন পশ্চিমা ওই চার পৃষ্ঠা ৮ কলাম ১
কূটনীতিক। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বিদেশী নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পশ্চিমা স্বার্থের ওপর আরও আঘাতের আশঙ্কা থেকে তারা মুক্ত হতে পারছেন না।
উৎসঃ মানবজমিন
. . . . . . . . .