পদ এমএলএসএস পদবি ডাক্তার!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৯:২২ পূর্বাহ্ণকুলাউড়া প্রতিনিধি :
এমএলএসএস পদে কাজ করলে কী হবে, শখ তার চিকিৎসা বাণিজ্যের। তাই নামের পাশে ’ডাক্তার’ জুড়ে দিয়ে শুরু করেছেন ‘সেবা’! রীতিমত চেম্বার খোলে, নিজের নামে প্যাড বানিয়ে চলেছে এই কাণ্ড। অভিযোগ পেয়ে এমন কাণ্ডে দণ্ডিত করা হয়েছে মো. আলমাছুর রহমান নামের ওই ব্যক্তিকে। তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমএলএসএস।
মো. আলমাছুর রহমানকে অবৈধভাবে ডাক্তার পদবি ব্যবহারের অপরাধে ও অভিযোগের ভিত্তিতে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ নাজমুল হাসান ও স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার মো. নূরুল হক তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, আলমাছুর কটারকোনা বাজারে আবেদ ফার্মেসিতে (বর্তমানে বন্ধ) চেম্বার করে ‘ডাক্তার’ হিসেবে সিল প্যাড ব্যবহার করতেন। এ ব্যাপারে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে কিনা তা জানা যায়নি।
. . . . . . . . .