নগরীতে নিরাপত্তা জোরদার : পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ৯:১৭ পূর্বাহ্ণবিদেশী হত্যা, ঢাকায় পুলিশের এএসআই হত্যা ও সর্বশেষ তাজিয়া মিছিলে বোমা হামলাসহ নানা করাণে দেশের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় সিলেট নগরীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গত ১ মাস ধরে নগরজুরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। তবে এ ব্যবস্থা আরো জোরালো করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর মেট্রোপলিটন পুলিশেল মিডিয়া কর্মকর্তা এডিসি রহমত উল্লাহ।
তিনি বলেন,‘ বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে এসএমপি। মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। সন্দেহজনক কাউকে মনে হলেই দেহ তল্লশী করা হচ্ছে। পাশাপাশি যানবাহনগুলো মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল আরোহীদের বিশেষ নজরদারী করা হচ্ছে। যার কারণে একের অধিক আরোহীকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেহ তল্লাশীর পাশাপাশি সাথে থাকা ব্যাগও মেটাল ডিটেক্টর দিয়ে পরিক্ষা করছে পুলিশ।’
জানা গেছে, প্রতিদিন সাড়ে ১২ টা থেকে নগরী মিরাবাজারস্থ দাদাপীরের মোকামের সামনে পুলিশ চেকপোষ্ট বসিয়ে প্রতিটি যানবাহন তল্লাশীর দৃশ্য দেখা গেছে। রাস্তায় প্রতিবন্ধক দিয়ে যানবাহন আটকিয়ে যাত্রীদের নামিয়ে তল্লাশী করছে পুলিশ। এসএমপির নির্দেশনা অনুযায়ী তারা প্রতিটি যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের দেহ তল্লাশী করছে পুলিশ। তবে এ সময় কাউকে হয়রানী করা হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের সাঁড়াশি অভিযান : এদিকে নগরীর বাসা-বাড়ি, আবাসিক হোটেল ও বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে যুবক-যুবতীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী ও জালালাবাদ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে এ অভিযানে নামে পুলিশ। অসামাজিক কার্যকলাপ ও ছিনতাইকারী সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সাঁড়াশি অভিযান সারারাত চলবে বলে কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে নগরীর মানিকগঞ্জের মোঃ সেবুল আহমদ (২২), দক্ষিণ সুরমা এলাকার সুমন আহমদ (২২), কুমিল্লা বড়–রা থানার বিথি আক্তার (১৮), খুলনার প্রিয়া আক্তার (৩০), ময়মনসিংহের সাথী বেগম (২৫), বিঃবাড়িয়ার বিপ্লব হোসেন (৪২),দক্ষিণ সুরমার সাহিদ আহমদ (২২), নগরীর মদিনা মার্কেট পল্লবী এলাকার রানা আহমদ (৩৫), ডলি বেগম (৩০), সাথি বেগম (২২), সুমি বেগম (২২)। তাৎক্ষণিকভাবে অপর গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
. . . . . . . . .