মহিলাদল নেত্রীর বাসা থেকে গাঁজাসহ পাকিস্তানি নাগরিক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫, ১০:০৪ অপরাহ্ণকুমিল্লার হোমনা উপজেলার শ্রীমতি গ্রাম থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ সোহেল হোসেন (৪২) নামে এক পাকিস্তানি নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে হোমনা উপজেলা মহিলাদলের সহ-সভাপতি পারুলের শ্রীমতি গ্রামের বাসা তাদের আটক করা হয়। আটক অপরজন হলেন পারুলের স্বামী তৌহিদ মিয়া।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল হোসেন জানান, পাকিস্তানি এই নাগরিকের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
. . . . . . . . .