ছবিটা দেখে কিছু বলার আগে পড়ে নিন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫, ১০:৪৯ পূর্বাহ্ণঅধ্যাপক আকতার চৌধুরী ::
একটা ট্যাবলেট দ্বি-খন্ডিত , মাঝখানে একটা লোহার পেরেক বা পিন । এমন একটা ছবি দেখে আমার চক্ষু চড়কগাছ! অনেক্ষন ধরে তাকিয়ে থাকলাম ছবিটার দিকে। তাহলে আমার পেটে এ পর্যন্ত কতগুলো এ জাতীয় লোহা জমেছে! আমি কি বেঁচে আছি বা আমার পরিবার পরিজন ! এমনটা ভাবতে ভাবতে আমি অনেকটা আবেগ প্রবণ হয়ে পড়লাম। ফেসবুকে আবেগময় একটা স্ট্যাটাসও রেডি করছিলাম। হঠাৎ কেন জানি মনে হল একটু খতিয়ে দেখি না কেন ? একটু যাচাই করলে ক্ষতি কি ।
এক ফেসবুক ইউজারের মাত্র দুটো লাইনে স্ট্যাটাস – “ MADE BY BANGLADESH ..এই যদি হয় আমাদের ঔসুধ এর কোয়ালিটি, তাহলে কি বাচার জন্য খাবো না মরার জন্য? সেয়ার করে সবাইকে জানিয়ে দিন ।“
গত ১৯ অক্টোবর ২০১৫ তারিখ ফেসবুকে মালয়েশিয়া প্রবাসী জনৈক এসকে জামান পোষ্টটি করেছেন। নি:সন্দেহে এমন একটি সচেতনতামূলক পোষ্ট শেয়ার হওয়ারই কথা। দেখলাম মাত্র ২দিনে ২৪১৬০টি শেয়ার হয়েছে । লাইক পড়েছে ৩৯৫৪। তার মানে দাড়ায় এটা ফেসবুকে ভাইরাল হতে আর বেশী দেরী নাই। পোষ্টটি নি:সন্দেহে জনপ্রিয় হবে। কিন্তু ক্ষতিটা কার !
তাই আমি বিষয়টাকে হালকা ভাবে না নিয়ে রহস্য উদঘাটন করার চেষ্টা করি। কারণ যেখানে বন্ধুটি সরাসরি লিখেছেন ‘মেইড বাই বাংলাদেশ’!
বাংলাদেশের ঔষধ শিল্প গার্মেন্টেস’র মত সারা বিশ্বে সুনামের অধিকারী।বাংলাদেশের রপ্তানী খাতে এটা অনেক বড় অবদান রাখছে। তাহলে ক্ষতিটা হচ্ছেসরাসরি বাংলাদেশের !
কিন্তু কেন?
এই ছবিটা কি আদৌ বাংলাদেশের কোন ঔষধ কোম্পানীর?
এটা জানতে সোজা ছবিটা নিয়ে গুগল ইমেজ ভেরিফিকেশনে দিলাম।সার্চ ইঞ্জিন বের করে দিল কিছু লিংক। আশ্বস্ত হলাম এটা কোনমতেই বাংলাদেশের নয়। তবে যে দেশেরই হোক না এটা একটা আতংকের ব্যাপার। ঔষধ যেখানে মানুষের জীবন বাঁচাবে সেখানে মারার কল বসাল ঔষধ কোম্পানীগুলো। এরচেয়ে মানবতাবিরোধী কাজ হতে পারে না। তবে এটা যদি বাংলাদেশের না হয়ে থাকে তাহলে বদনামের দায় দায়িত্ব বাংলাদেশ নেবে কেন? প্রথম যে লিংকটা পেলাম দুর্ভাগ্য ঐ ভাষার পাঠ উদ্ধার করতে পারিনি। তাই ছবিটা সংযুক্ত করলাম।
-তবে গুগল ট্রান্সেলেটর দিয়ে ইংরেজীতে যা দাড়ালো
This is a tablet of Panadol, before using this pill or capsule as any case it is advisable if you give the center to look into the pill that you want to use it detailed how much security!
এখানেও ঔষধ কোম্পানী হিসেবে বাংলাদেশের নাম নেই ।
কিন্তু যা হবার, ইতোমধ্যে বাংলাদেশের ঔষধ শিল্পের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের ফেসবুক ইউজাররা কোম্পানীর নামধাম জানতে চাচ্ছেন। তাদের টার্গেট বাংলাদেশের ঔষধ শিল্প এটা হলফ করে বলা যায়।
তাই মিথ্যা একটা প্রচারণার এখনই লাগাম টেনে ধরা উচিত। না হলে আরো বড় ক্ষতি হয়ে যাবে দেশের !
যে বন্ধুটি আবেগতাড়িত হয়ে ফেসবুকে পোষ্টটি দিয়েছেন তা এক্ষুনি সরিয়ে ফেলা উচিত। তার পোষ্টটির একটি ছবিও সংযুক্ত করলাম ।
. . . . . . . . .