ইতালীয় নাগরিককে হত্যার পর যেভাবে পালিয়ে যায় খুনিরা (ভিডিও)
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫, ৭:১০ পূর্বাহ্ণইতালীয় নাগরিক তাবেলা সিজারকে খুন করে পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। গুলশানের ৯০ নম্বর সড়কের একটি ভবন থেকে জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে মোটরসাইকেলে করে খুনিদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। পুলিশ এখন তাদের খুঁজছে।
দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের দৃশ্য অনুযায়ী, গুলশানের ৯০ নম্বর সড়কে ফুটপাতে হাঁটছিলেন তাভেলা। এ সময় অজ্ঞাত এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছিলেন। ওই যুবক তাভেলাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। এ সময় রাস্তার ঠিক বিপরীত পাশে একটি মোটরসাইকেলে দুই আরোহী অপেক্ষা করছিলেন।
গুলি করার পর অজ্ঞাত ওই যুবক মোটরসাইকেলের দিকে এগিয়ে যায়। এরপর ওই যুবক মোটরসাইকেলের দুই আরোহীর পেছনে চড়ে পালিয়ে যায়।
হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের ছবি নিয়ে ঘাতকদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তদন্ত কমিটির কর্মকর্তারা বলছেন, ভিডিও ফুটেজের ছবি অস্পষ্ট হওয়ায় তারা ঘাতকদের শনাক্ত করতে পারেনি। ঘাতকদের শনাক্ত করতে এ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শূট্যার জুয়েল, রুবেল, সোহেল, ফারুক, হাসানসহ ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও প্রকৃত ঘাতকদের কোন তথ্য বের করতে পারেনি। তবে তদন্ত কমিটি এরপরও দাবি করছে, ইতালিয় নাগরিক খুনের ঘটনার কারণ, এর পেছনে পরিকল্পনাকারী ও অর্থ লগ্নিকারীদের শনাক্ত করতে পেরেছে।
এর আগে, গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইতালির নাগরিক সিজার তাবেলার তিন সন্দেহভাজন হত্যাকারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাদের ছবিও মিলেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মেলেনি বিস্তারিত পরিচয়।
আরেকটি গণমাধ্যমের খবরে বলা হয়, শনাক্ত হওয়া তিনজন রাজধানীতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। শনাক্ত হওয়া ওই তিন ঘাতক হচ্ছেন মধ্যবাড্ডার সোহেল ওরফে ভাঙারি সোহেল (৩৫), বাড্ডার তামজিদ আহমেদ রুবেল (২৯) ও দক্ষিণ বাড্ডার রাসেল চৌধুরী (৩৫)। এদের পরিবার দাবি করছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের আটকের কথা অস্বীকার করা হয়েছে।
এদিকে বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে ইতালীয় নাগরিক তাভেলা হত্যায় তিন খুনি শনাক্ত হয়েছে- গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, ‘আমার কিছু জানা নেই। আপনাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে আমাদেরকে জানান।’
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইতালীয় নাগরিক তাবেলাকে গুলি করে। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এই ইতালীয় নাগরিক আইসিসিও নামের নেদারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
https://www.youtube.com/watch?v=Tx_pgvJBvaA . . . . . . . . .