রায়হানের উপর হামলা : দায় অস্বীকার করলেন বহিষ্কৃত ৩ নেতা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ৯:২৩ পূর্বাহ্ণসংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িকভাবে মঙ্গলবার বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে বহিষ্কৃত ওই তিন নেতারই দাবি, যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেই সংঘর্ষ চলাকালে তারা ঘটনাস্থলেই ছিলেন না! তারা রায়হানের উপর হামলার দায় অস্বীকার করেছেন। শনিবার রাতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। এই কমিটি মেনে নিতে পারেনি ছাত্রলীগ টিলাগড় গ্রুপের একাংশের নেতাকর্মীরা। এর জের ধরে রবিবার দিবাগত রাতে টিলাগড় পয়েন্টে রায়হানের উপর হামলা চালানো হয়।
এই হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী এবং জেলা ছাত্রলীগ নেতা মিঠু তালুকদারকে সাময়িক বহিষ্কার করে। তবে এই তিন নেতাই দাবি করছেন, রায়হানের উপর হামলার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না।
কামরুল ইসলামের দাবি, তিনি ঘটনার দিন ঢাকায় ছিলেন। সঞ্জয় চৌধুরীর দাবি করছেন, তিনিও সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিলেন না। অন্যদিকে মিঠু তালুকদার বলছেন, রায়হানের উপর হামলার সময় তিনি গোপাল টিলাস্থ মন্দিরে পূজার প্রস্তুতি কাজে ব্যস্ত ছিলেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী জানিয়েছেন, হামলার সময় এই তিন নেতাও ছিলেন।
. . . . . . . . .