সিলেট জেলা ও মহানগর আ’ লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ অর্থমন্ত্রীর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ৯:২০ পূর্বাহ্ণআরও এক বছর পদ আঁকড়ে থাকতে চান নেতারা!
মেয়াদোত্তীর্ণ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষসারির নেতাদের সঙ্গে বৈঠককালে আগামী ৬ মাসের মধ্যে দুটি সাংগঠনিক কমিটির সম্মেলন করার নির্দেশ দেন তিনি। তবে, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা সম্মেলন শেষ করতে এক বছর সময় চাইলে তাতে সম্মতি দেন অর্থমন্ত্রী।
বুধবার রাত সাড়ে ৯টায় অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি বৈঠকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও আসাদ উদ্দিন আহমদ দুই সাংগঠনিক কমিটির কর্মকাণ্ড অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন।
বৈঠকে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সহ সভাপতি ইমরান আহমদ এমপি, মহানগর সহ সভাপতি সিরাজ বকস ও এডভোকেট মফুর আলী, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী ও জাকির হোসেন, জেলার যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক তপনমিত্র, শিক্ষাবিষয় সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
নগরীর পুজামণ্ডব পরিদর্শন শেষে অনুষ্টিত অনির্ধারিত এ বৈঠকে সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির সুফিয়ান স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রীর বাসভবনে নৈশভোজে অংশ নেন আওয়ামী লীগ নেতারা।
উল্লেখ্য, ২০১১ সালের ২১ নভেম্বর ৭০ সদস্যের জেলা ও ৭১ সদস্যের মহানগর আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে একই সময়ে জেলা আওয়ামী লীগের ছয় সদস্যের উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী এই দু’টি সাংগঠনিক কমিটির মেয়াদ শেষ হয়েছে ১১ মাস আগেই। আরও এক বছর পদ-পদবি আঁকড়ে থাকতে চান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
. . . . . . . . .