যমুনা টিভি ও যুগান্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ১১:৪১ অপরাহ্ণগ্রামীনফোনের (জিপি) বিরুদ্ধে বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) সকালে গ্রামীণফোনের দায়ের করা মামলার ওপর বিকেলে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন।
শুনানিতে একই সঙ্গে এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না এ মর্মে যমুনা টিভি ও যুগান্তরকে আগামী সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গ্রামীণফোনের সিইও বাদী হয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে মানহানির ক্ষতিপূরণ চেয়ে যমুনা টিভি ও যুগান্তরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
গ্রামীনফোনের বিরুদ্ধে কর ফাঁকি, শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন শিরোনামে যমুনা টিভি ও যুগান্তর সিরিজ সংবাদ প্রকাশ ও প্রচার করে আসছিলো বলে মামলায় দাবি করেছে জিপি। মামলায় যমুনা টিভি’র কাছে ১ হাজার কোটি টাকা ও দৈনিক যুগান্তরের কাছে ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
যমুনা টিভি’র বিরুদ্ধে করা মামলাটিতে বিবাদী করা হয়েছে- এর ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ, রিপোর্টার সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিন।
যুগান্তরের বিরুদ্ধে করা মামলায় বিবাদী করা হয়েছে- এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে।
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম।
মামলা দু’টি দায়ের করতে জিপি’কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা কোর্ট ফি দিতে হয়েছে।
. . . . . . . . .