শিক্ষায় বাংলাদেশ হবে বিশ্বের একটি মডেল রাষ্ট্র —বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:৪১ অপরাহ্ণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষায় বাংলাদেশ হবে বিশ্বের একটি মডেল রাষ্ট্র। সেই লক্ষ্যে শেখ হাসিনার সরকার সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আধুনিক ও প্রযুক্তিগত দিক বিবেচনা করে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবতর্ন করা হচ্ছে। যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে ২০১৬সালের মধ্যে কোন গ্রাম বিদ্যুৎহীন থাকবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশে। এখানে ধর্ম যার যার উৎসব সবার এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। সব ধর্মের মানুষ মিলে মিশে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বুধবার বিয়ানীবাজার উপজেলায় কছকটখা-বাংলা কোণা দত্তগ্রাম সাচানন রাস্তা পাকা করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, রমশিদ-চত্রবাণী রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন ও বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে একথাগুলো বলেন।
পৃথক অনুষ্ঠানে হাজী সিরাজ উদ্দিন ও অতুন চক্রকর এর সভাপতিত্বে ও চার খাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করিব ছানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার আব্দুল খালিক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জিহাদ আহমদ, নোমান আহমদ প্রমুখ। . . . . . . . . .