সিলেটে পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:২৪ পূর্বাহ্ণসিলেটে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভারকে তুলে নিয়ে চাঁদা দাবির কারণে ডিবি পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে সিলেট কোতোয়ালি থানায় প্রসেস সার্ভার আব্দুর রউফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং (২৯)। ডিবি পুলিশের ওই কনস্টেবল এখন পলাতক।
মামলার এজাহারে জানা গেছে, ১৪ অক্টোবর আব্দুর রউফ আদালতে প্রসেস সার্ভারের কাজ করছিলেন। অফিসের কাজে বিকেলে আদালতের পশ্চিম গেটে আসা মাত্রই পূর্ব থেকে ওত পাতা ডিবি পুলিশ কনস্টেবল এবাদুর রহমান তার তিন সহযোগী নিয়ে তাকে একটি প্রাইভেটকারে ‘ছিনতাইকারী ধর’ বলেই (ঢাকা মেট্রো-গ-১১-০৭১২) জোরপূর্বক তুলে নেয়। গাড়িতে তোলার পর তাকে তারা মারপিট করতে থাকে। তাকে ধরার কারণ জানতে চাইলে কনস্টেবল এবাদুর দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায়।
এসময় এবাদুরের তিন সহযোগী বলে টাকা না দিলে মেরে লাশ গুম করে ফেলা হবে। এক পর্যায়ে এবাদুরকে তারা ছিনতাইকারী সাজিয়ে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে আসে। সেখানে আনার পর আব্দুর রউফ পরিচয় দেন। পরে খবর পেয়ে আদালত থেকে রউফের সহকর্মীরা থানায় গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
পরে রউফ বাদি হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাহেদুল করিম’এর আদালতে দরখাস্ত মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ড করতে কোতোয়ালি থানা পুলিশকে আদেশ দেন।
এ বিষয়ে সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, এবাদুর ডিবি পুলিশ কনস্টেবল। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
. . . . . . . . .