মৌলভীবাজারে মধ্য রাতে কৃষি ব্যাংকে ডাকাতি, টাকা লুট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:১৮ পূর্বাহ্ণমৌলভীবাজারের শমসেরনগর রোডে অবস্থিত কৃষি ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৬ লাখ ২৬ হাজার টাকা লুটে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জিঙ্গাসাবাদের জন্য ব্যাংকের তিন প্রহরীকে আটক করেছে।
ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে প্রহরী ফোনে ডাকাতির ঘটনা জানায়। তৎক্ষণাৎ এসে দেখি ব্যাংকের পিছনের গ্রিল কাটা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, ব্যাংকের ভল্ট থেকে নগদ ৬ লাখ ২৬ হাজার টাকা খোয়া গেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জিঙ্গাসাবাদের জন্য তিন প্রহরীকে আটক করা হয়েছে।
. . . . . . . . .