সিলেট মহানগর বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ১০:১২ অপরাহ্ণসিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে এ সরকারের পতন ঘটাতে হবে। তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির জরুরী সভায় সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন।
সভায় মহানগর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, দলের সর্বস্তরের নেতা কর্মীকে ঐক্যবন্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ সরকারের পতন তরান্বিত করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য নাসিম হোসাইন, অধ্যাপক মকসুদ আলী, রেজাউল হাসান কয়েছ লোদী, এডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহিন, মিফতাহ সিদ্দিকী, ফরহাদ চৌধুরী শামীম, ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মিছবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, মুফতি বদরুন্নূর সায়েক, আব্দুর রহিম, মুফতি নেহাল, রেজাউল করিম আলো, আব্দুজ জব্বার তুতু।
সভায় গৃহিত প্রস্তাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামী শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
অপর প্রস্তাবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সকল ওয়ার্ড নেতৃবৃন্দের উপস্থিতিতে ঈদ পুণর্মিলনী এবং সিলেট মহানগর বিএনপি সম্মেলন ও কাউন্সিল প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও সিলেটের শিশু রাজন হত্যার প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয় এবং শারদীয় দূর্গাপূজায় অভিনন্দন জানানো হয়।
. . . . . . . . .