অর্থমন্ত্রীর পক্ষে সিলেটে সেলাই মেশিন বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ৬:৩০ অপরাহ্ণঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে অসহায় ও দুস্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস, এনডিসি মো. রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, সিলেট মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদ বক্স, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ প্রমুখ। . . . . . . . . .