পানি অপচয় রোধে কঠোর হচ্ছে সিসিক, গ্রাহকের লাইনে বসানো হচ্ছে মিটার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫, ১০:২৩ পূর্বাহ্ণসিলেট নগরীর চাহিদার অর্ধেক খাবার পানিও সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। গ্রাহকদের অপচয়ের কারণে পানির সংকট আরও বেড়ে গেছে। সিটি করপোরেশনের সরবরাহকৃত পানির প্রায় সিকিভাগ গ্রাহকদের অপচয়ে নষ্ট হচ্ছে।
এ অবস্থায় অপচয়রোধ ও পানি ব্যবহারে মিতব্যয়ী করতে গ্রাহকদের লাইনে মিটার বসানোর উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। সিসিক’র গত ৭ অক্টোবরের মাসিক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তও গৃহিত হয়েছে।
সূত্র জানায়- সিলেট সিটি করপোরেশনের ভেতরে প্রতিদিনের সুপেয় খাবার পানির চাহিদা প্রায় ৮ কোটি লিটার। এ চাহিদার বিপরীতে সিসিকের একটি শোধনাগার ও ৩০টি উৎপাদক নলক’পের মাধ্যমে প্রতিদিন সরবরাহ করা সম্ভব হচ্ছে প্রায় ৩ কোটি লিটার। ফলে প্রতিদিন প্রায় ৫ কোটি লিটার পানির ঘাটতি থাকছে।
পানি ব্যবহারের কোন রকম নিয়মনীতি না থাকায় গ্রাহকদের অপচয়রোধও সম্ভব হচ্ছে না। গ্রাহকদের গাফিলতি ও অসচেতনতার কারণে প্রতিদিনের সরবরাহকৃত পানির প্রায় সিকিভাগই অপচয় হয় বলে দাবি সিসিক কর্তৃপক্ষের।
এ অবস্থায় পানির অপচয়রোধে গ্রাহকদের লাইনে মিটার বসানোর উদ্যোগ নিয়েছে সিসিক। ১৪ হাজার গ্রাহকের মধ্যে ইতোমধ্যে প্রায় ৩০০ গ্রাহকের লাইনে মিটার বসানো হয়েছে। মিটার ছাড়া নতুন কোন পানির সংযোগও দেয়া হচ্ছে না। নতুন সংযোগ দেয়ার সময় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে মিটারের দাম রাখা হচ্ছে। প্রতিটি মিটারের মূল্য বাবত গ্রাহকদের ৭ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হচ্ছে সিসিককে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান জানান- পর্যায়ক্রমে সকল গ্রাহকের লাইনে মিটার বসানো হবে। এরপর পানির মূল্য নির্ধারণ করে ব্যবহার অনুযায়ী বিল আদায় করা হবে। মিটার বসানো হলে পানির অপচয়রোধের পাশাপাশি সিটি করপোরেশনের রাজস্ব আদায়ও বাড়বে।
. . . . . . . . .