মোবাইল ফোনেই পরিশোধ করা যাবে সিসিকের পানির বিল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫, ১০:২২ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক::
সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির বিল পরিশোধের জন্য আর ব্যাংকে যেতে হবে না। মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই বিল পরিশোধ করতে পারবেন তারা। সিলেট সিটি কর্পোরেশন পানির বিল পরিশোধের জন্য অনলাইনে বিল পরিশোধের ব্যবস্থা চালু করেছে।
এই পদ্ধতিতে প্রতি কোয়ার্টারের বিলের পরিমান এবং বিল পেমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পৌঁছে যাবে। সংশ্লিষ্ট গ্রাহক মোবাইল ব্যাংকিংয়ের সহযোগিতায় বিল পরিশোধ করতে পারবেন। তবে প্রাথমিকভাবে ৪ হাজার ২শ ৪৬ জন গ্রাহক এই সুবিধা গ্রহন করতে পারবেন।
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, কিছুদিনের মধ্যেই সকল গ্রাহকই এই সুবিধার আওতায় আসবেন।
তিনি জানান, এই সুবিধার আওতায় নিয়ে আসতে হলে গ্রাহকের মোবাইল ফোন সংগ্রহ করতে হয়। এই পর্যন্ত তারা ১৩ হাজার ৩শ গ্রাহকের মধ্যে ৪ হাজার ২শ ৪৬ জন গ্রাহকের মোবাইল ফোন সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। চলতি অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ৪ হাজার ২শ ৪৬ জন গ্রাহকের মোবাইলে বিল সংক্রান্ত এসএমএস চলে যাবে।
নির্বাহী প্রকৌলশী আলী আকবর আরও জানান, মোবাইল ফোন নম্বর সংগ্রহ কার্যক্রম সমাপ্ত হওয়ামাত্র বাকী গ্রাহকরাও এই সুবিধার আওতায় আসবেন। এই পদ্ধতির সুবিধা হচ্ছে কোন গ্রাহক ইচ্ছে করলেই তার নাম অথবা মোবাইল নম্বর অথবা গ্রাহক আইডি নম্বরের মাধ্যমে তার পানির বিলের সর্বশেষ পরিসংখ্যান খুব সহজেই যেকোন সময় জানতে পারবেন।
এদিকে এই সার্ভিস চালুর পূর্বে পানির বিল পরিশোধের অটোমেশন পদ্ধতির চূড়ান্ত কার্যক্রম পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি জানান, পানির বিল পরিশোধের ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন এই সুবিধা চালুর মাধ্যমে নতুন এক যুগের সূচনা করল। বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের আরেকটি সুফল হচ্ছে এটি।
এনামুল হাবীব বলেন, এই পদ্ধতি চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতার ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন আরও একধাপ এগিয়ে গেল। তিনি জানান, শুধু পানির বিল নয় ভবিষ্যতে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় ফি অটোমেশন পদ্ধতিতে এবং ঘরে বসেই যাতে গ্রাহকরা পরিশোধ করতে পারেন সেই ব্যবস্থা গ্রহন করা হবে।
অটোমেশন পদ্ধতির চুড়ান্ত কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, মেয়রের একান্ত সচিব রেজাই রাফিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, হিসাব রক্ষক কর্মকর্তা আ ন ম মনছুফসহ আরও অনেকে। . . . . . . . . .