সিলেট মহানগর শ্রমিক লীগের ফুল ফিরিয়ে দিলেন কেন্দ্রীয় সম্পাদক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫, ৭:০১ অপরাহ্ণসিলেট জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে সিলেট এসেছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। শুক্রবার দুপরে নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে তাদের সাথে দেখা করতে যান শ্রমিক লীগের মহানগর শাখার সভাপতি জাফর চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুগ্ম সম্পাদক নুরুল আমিনসহ নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুলের তোড়া দিতে যান। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মহানগর নেতাদের তোড়া ফিরিয়ে দেন।
ফিরিয়ে দেওয়ার সময় তিনি মহানগর নেতাদের উদ্দেশ্যে বলেন, সিলেট মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত কমিটির নেতাদের ফুলের তোড়া আমি নেবো না।
এ ব্যাপারে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ আমাদের ফুলের তোড়া নিয়েছেন। তবে সাধারণ সম্পাদক ফুলের তোড়া নেননি।
শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ২০০৩ সালের ২৫ মে সিলেট মহানগর শ্রমিক লীগের কমিটি অনুমোদিত হয়েছিল। দীর্ঘ ১২ বছরে মহানগরের কোনো কমিটি হয়নি। কেন্দ্র থেকে বারবার এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো ব্যবস্থা নেননি সিলেটের নেতারা।
এরপর চলতি বছরের ২৯ জুলাই মহানগর শাখাকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয় বকেয়া চাঁদা পরিশোধ, চলতি বছরের ৩০ আগস্টের মধ্যে কেন্দ্রীয় সভাপতি, সম্পাদকের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিলেট মহানগর শ্রমিক লীগের দিনক্ষণ নির্ধারণ ও সম্মেলনের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত না মানায় গঠনতন্ত্র অনুযায়ী ৩১ আগস্ট থেকে সিলেট মহানগর শাখা বিলুপ্ত হয়ে গেছে। তাই আমি বিলুপ্ত কমিটির নেতাদের ফুলের তোড়া গ্রহণ করিনি। . . . . . . . . .