ডাক্তারের চেম্বারে প্রবাসী, টাকা ও স্বর্ণ নিয়ে পালালো চোর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫, ১১:৩৭ পূর্বাহ্ণসিলেট শহরতলীর বালুচরে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। প্রবাসী পরিবার ডাক্তারের চেম্বারে থাকাবস্থায় বাসা থেকে টাকা, ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে চোর।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বালুচর আল ইসলাহ আবাসিক এলাকার যুক্তরাজ্য প্রবাসী উজ্জ্বলের বাসায় চুরির এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- প্রায় একমাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন উজ্জ্বল ও তার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ডাক্তার দেখাতে যান। রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরে তারা চুরির ঘটনাটি টের পান।
সূত্র জানায়- চোরেরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।
খবর পেয়ে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান- এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চুরির সাথে সংশ্লিষ্টদের গ্রেফতাজে অভিযান চলছে।
. . . . . . . . .