ছালিয়া থেকে ডাকাত সন্দেহে আটক ২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫, ৪:৩২ অপরাহ্ণসিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন ছালিয়া গ্রাম থেকে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে (বুধবার দিবাগত রাত) তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-রাব্বানী আহমদ ফরহাদ (২২) ও সোহাগ মিয়া (২৪)। রাব্বানী নগরীর চৌখিদিখি আখড়াগলিতে বাসবাস করে। সে ঢাকার শরিয়তপুর জেলার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর ছেলে। এছাড়াও সোহান জালালাবাদ থানার লামাকাজি মাতাবপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই জামাল জানান, ডাকাত সন্দেহে রাত পৌনে ২টার দিকে ছালিয়া গ্রাম থেকে রাব্বানী ও সোহাগকে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিয়ে আসে।
. . . . . . . . .