প্রেমের ফাঁদে অপহরণ, নারীসহ আটক ৭
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫, ১১:০৪ পূর্বাহ্ণমোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই নারীসহ সাতজনকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে পরে জোরপুর্বক অপরহণ করে মুক্তিপণ আদায় করত বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বুধবার দুপুরে মিরপুরে র্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
. . . . . . . . .