হবিগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র্যাব
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ১০:০০ অপরাহ্ণহবিগঞ্জ জেলার মাধবপুর থানার করোয়া নোয়াপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে হবিগঞ্জের আলামিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেষ্টুরেন্ট সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে চেক পোষ্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- মো. আব্দুর রহিম (৫২), মো. আমির হোসেন (২৮), কাজী ফয়সাল মিয়া (১৯), মো. শাহাদ ভূঁইয়া (৩০), মো. শফিক মিয়া (৩৫) এবং মো. মোহরম আলী (৪২)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর এএসপি খায়রুল আলম ও এএসপি পংকজ কুমার দে’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। . . . . . . . . .