রাজন হত্যা: বহিস্কৃত পুলিশ সদস্য জাকিরসহ ৪ জনের সাক্ষ্যগ্রহণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ৪:৪৩ অপরাহ্ণসিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আরো চারজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট মহানগর দায়রা জাজ আকবর হোসেন মৃধার আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ নেয়া হয়। সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে বহিস্কৃত পুলিশ কনস্টেবল জাকির আহমদও রয়েছেন।
জাকির ছাড়াও আজ সাক্ষ্য প্রদান করেন মনির আহমদ, মাইক্রোবাসের মালিক আব্দুল মান্নান ও ওয়ার্কশপের মালিক সুদীপ কপালী।
রাজনের বাবার নিযুক্ত আইনজীবী শওকত চৌধুরী, এ পর্যন্ত রাজন হত্যায় মোট ২৫ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেছেন। এছাড়াও আগামী ১৪ ও ১৫ অক্টোবর বাকি সাক্ষিদের সাক্ষ্য নেয়া হবে।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়।
গত ৭ সেপ্টেম্বর রাজন হত্যা মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।
. . . . . . . . .