সিলেটে পুলিশের উপর মামলা, বরখাস্ত দুই..
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ণসিলেট এমএজি ওসমানী হাসপাতালে থেকে আসামির পালানোর ঘটনায় দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি নিয়মিত ও একটি বিভাগীয় মামলা করা হয়েছে। জানা গেছে, নারী নির্যাতন মামলার আসামী আব্দুস সামাদ ওরফে গোলাম রব্বানী ১৮ সেপ্টেম্বর জেল হাজতে আসেন। ৩ অক্টোবর এপেন্ডি সাইটিসের ব্যথার জন্য আসামী আব্দুস সামাদকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫ অক্টোবর এপেন্ডিসাইটিস অপারেশন হওয়ায় হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বাথরুমে যান আব্দুস সামাদ। এরপর আর বের হয়ে আসেন নি। বেশ কিছু সময় পরে তাকে পাহারারত কনস্টেবলদ্বয় বাথরুমে খোঁজ করেন। খোঁজ নেয়ার সময় দেখা গেছে-বাথরুমের জানালার ফাঁক দিয়ে আসামী বের হয়ে গেছে। সেখানে থাকা মই বেয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, কয়েদী পালানোর ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। আর ওসমানী হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাদী হয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি কয়েদী পালানোর ঘটনায় কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে কয়েদী থাকলে ডান্ডাবেড়ি পরানো হয়। আব্দুস সামাদের অপারেশন হওয়ায় ডান্ডাবেরি পরানো ছিল না। এই সুযোগে সে পালিয়ে গেছে বলে জানান।
. . . . . . . . .