এবার সিলেট বিভাগে ২ হাজার ৪০৪টি মন্ডপে হবে সারদীয় দূর্গোৎসব
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫, ৯:২৫ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার::
সিলেটে আসন্ন দুর্গোৎসবকে নির্বিঘœ করতে সবোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে আইশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। পোষাকী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা সংদস্যরাও মাঠে কাজ করবে। মহানগরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা বিশেষ স্ট্র্ইাকিং ফোর্সও কাজ করবে। গুরুত্বপূর্ণ মন্ডপে বসানো হবে সিসি ক্যামেরা। সবমিলিয়ে এবারের পূজায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯এর পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাব সুত্র জানায়।
এবারের সারদীয় দূর্গোৎসবে সিলেট বিভাগের ২৪০৪ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে পূজাকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা না ঘটে সে জন্য সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মহানগর পুলিশ কমিশনারের সাথে মিটিং হয়েছে বলে জানা গেছে। সেখানে নগরীতে নির্বিঘেœ পূজা উদযাপনের জন্য পুলিশ কমিশনারের কাছে দাবি তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে রয়েছে সিলেট নগরীতে সকাল থেকে রাত ১১টার মধ্যে ট্রাক চলাচল বাধাঁ প্রদান, নগরীর ব্যস্ততম পূজা মন্ডপগুলোতে সিসি টিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক পুলিশের মাধ্যমে নগরীর যানযট নিয়ন্ত্রন, ও পূজা মন্ডপগুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণের দাবি জানানো হয়েছে। সবগুলো দাবিপুরনের আশ্বাস দেয়া হলেও পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা না এবার দু’একটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে।
সূত্র জানায়, এবারের পূজায় সিলেট নগরীতে ৬১টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৩ টি পূজামন্ডপে সার্বজনীন ও ১৮ টি ব্যক্তিগতভাবে পালন করা হবে। সিলেট জেলা এবছর ৫৮৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৫১ টি, দক্ষিণ সুরমা ২৯ টি, গোলাপগঞ্জে ৬২ টি,বালাগঞ্জ ও ওসমানীনগরে ৫৯ টি, কানাইঘাটে ৩৩ টি, জৈন্তাপুরে ১৯ টি, বিশ্বনাথে ২৪ টি, গোয়াইনঘাট ৩৩ টি, জকিগঞ্জ ৯৪ টি, বিয়ানীবাজার ৫৩ টি, কোম্পানীগঞ্জে ২৬ টি, ফেঞ্চুগঞ্জ ৩৯ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় ৩১৬, মৌলভীবাজার জেলায় ৬০৫ ও হবিগঞ্জ জেলায় ৬০০ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান, প্রতিটি পূজা মন্ডপে এসএমপি পুলিশ সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি, ভ্রাম্যমান টিম ও স্ট্রাইক্রিং ফোর্সের সদস্যরা নিয়োজিত থাকবেন। এ জন্য সিলেট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।
পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃতুঞ্জয় ধর জানান, প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেট বিভাগের ২ হাজার ৪০৪ টি পূজা মন্ডপে সারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিলেট মহানগর পুলিশ কমিশনারের সাথে আমাদের বৈঠক হয়েছে। তিনি সর্বাত্মক সহযোগিতা ও নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস দিযেছেন। তাছাড়া বিভাগীয় কমিশনারের সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
. . . . . . . . .