ইভটিজিংয়ের প্রতিবাদ : ব্যবসায়ীর ওপর হামলা, আটক ১

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৯:২৪ পূর্বাহ্ণব্যবসায়ীর ওপর হামলার মামলায় এজহার ভুক্ত আসািম মোতাছিরকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যররাতে নগরীর শিবগঞ্জ নবারুণ ১৮৩ বাসা থেকে তাকে আটক করা হয় । তার বাবার নাম মো.জিলানি । শাহপরাণ (রহঃ) থানা এস আই সত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
উল্ল্যেখ, শিবগঞ্জ লাকড়িপাড়ার পারু মিয়ার পুত্র তাছনিম, সোনারপাড়ার মোতাছিরসহ কতিপয় যুবক সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের মেয়েদের বিরক্ত করতো। ব্যবসায়ী জুমন তাদেরকে নিষেধ করলে তাছনিম, মোতাছিরসহ অজ্ঞাত ৭/৮জন যুবক সোমবার রাত সাড়ে ৯টায় সাদিপুর অঙ্গরুপা টেইলার্সে প্রবেশ করে ব্যবসায়ী জুমনকে বেধরক মারধর করে আহত করে। এসময় হামলাকারীরা দোকানের গ্লাস ভাঙচুর করে ও ক্যাশে থাকা নগদ ১৫হাজার টাকা, ৩৫হাজার টাকার আনরেডি থ্রিপিস লুটকরে নিয়ে নিয়ে যায়। ।
. . . . . . . . .