ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করলেন কয়েস লোদী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৯:৪৭ অপরাহ্ণসিলেট সিটি কর্পোরেশন-এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন- “বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দরভাবে শুরু হয়েছে। এই তালিকা প্রণয়নের মান আরো বৃদ্ধি পেয়েছে। আগের চেয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি আরো স্পষ্ট ও সুন্দর হচ্ছে। সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে হালনাগাদ কার্যক্রমে জড়িত সকলের সহযোগিতা কামনা করি।”
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শনিবার নগরীর হাউজিং এস্টেটস্থ আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে এ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিছ আহমদ, সহকারী অধ্যাপক মো. জমির উদ্দিন, সাজেদা খানম চৌধুরী, মো. ফারুক আহমদ, মোছা. হাফছা আক্তার, আব্দুল খালিক, আলভী আহমেদ চৌধুরী, তরুণ সমাজসেবী ওমর মাহবুব প্রমুখ।
. . . . . . . . .