দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৯:৪৩ অপরাহ্ণদিরাই প্রতিনিধি:
দিরাইয়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্ত্রী নিহত ও স্বামী আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম নিলুফা বেগম (২০)। সে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিনের স্ত্রী ও ১ সন্তানের জননী।
এ ঘটনায় স্বামী গিয়াস উদ্দিনের (২৫) অবস্থা ও আশঙ্কাজনক বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাত ৮ টায় কেজাউরা গ্রামে এ ঘটনাটি ঘটে। দিরাই থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়,কেজাউরা গ্রামের আনোয়ার হোসেন ও আব্দুল কুদ্দুস (সরকার) পক্ষের লোকদের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এ নিয়ে দিরাই থানায় উভয় পক্ষের একাধিক মামলা চলছে।
একাধিকবার গ্রাম্য শালিসে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় গত কিছুদিন পূর্বে দিরাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ও শালিসি বৈঠক হয়। নিহত নিলুফার মা পারভীনা বেগম জানান,বৃহস্পতিবার রাতে তার মেয়ে আব্দুল কুদ্দুসের ভাগিনী স্বামীর সাথে বাবার বাড়ী থেকে একই গ্রামে শশুরালয়ে যাওয়ার পথে আনোয়ারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে দুজন কে গুরুত্বর আহত করে । রাত ৯টায় দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার সুমিত পুরকায়স্থ আশঙ্কাজনক অবস্থায় তাদের কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গতকাল সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মৃত্যু হয়। নিলুফার মারা যাওয়ার খবরে কেজাউরা গ্রামে থমথমে অবস্থা বিরাজ করে। দিরাই থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। . . . . . . . . .