জিন্দাবাজার থেকে ছাত্রদল নেতা আটক, পুলিশের না
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণসিলেট নগরীর জিন্দাবাজার সহির প্লাজার পাশ থেকে মহানগর ছাত্রদল নেতা রায়হান আহমদ অপুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
তবে রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধারনের কোন খবর আমার জানা নেই।’
অপু নগরীর জিন্দাবাজার এলাকার একজন চা বিক্রেতা ও সিলেট ছাত্রদলের সঙ্গে জড়িত। এছাড়াও গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ১৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে অপু দোকানে চা বিক্রি করছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ করে সিলেভার কালারের একটি প্রাইভেট কার এসে তার দোকানের সামনে দাঁড়ায়। এসময় সাদা পোষাকধারী দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে তার দোকানে আসে এবং পুলিশ পরিচয় দিয়ে অপুকে নিয়ে যায়।
. . . . . . . . .