শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেটে প্রস্তুতি সভা, কর্মসূচী গ্রহণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৯:২৬ অপরাহ্ণআগামী ১২ই অক্টোবর জাতীয় শ্রমিকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিকলীগ শুক্রবার প্রস্তুতি সভা করেছে। সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১২ অক্টোবর সকাল ১১টায় নগরীতে র্যালি, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সেখানে আলোচনা সভা প্রভৃতি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শুক্রবার নগরীর বাদামবাগিচায় মহানগর শ্রমিকলীগের সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিকলীগের প্রতিটি স্তরের নেতারা শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।’
বক্তারা বলেন, ‘সিলেট মহানগর শ্রমিকলীগ স্বচ্ছধারার রাজনীতির মাধ্যমে ইতিমধ্যে সিলেটের শ্রমিকসহ আপামর জনতার প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। কোনো চাদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কোনো ঠাঁই নেই সিলেট মহানগর শ্রমিকলীগে।’
সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু, দপ্তর সম্পাদক খন্দকার ফায়েক উজজামান মাস্টার, ২২ নং ওয়ার্ড সভাপতি এরশাদ আলী, সাধারন সম্পাদক সুমন আহমদ, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোশারফ কাজী, সাধারন সম্পাদক শাহান আহমদ, জালালাবাদ গ্যাস সিবিএ সাধারন সম্পাদক শাহ আলম, সিলেট-সুনামগঞ্জ জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সহ সভাপতি মো. শহিদুর রহমান, মহানগর অটোরিক্সা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের নানা ভাই, সাধারন সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অনুর চৌধুরী, মহানগর রিকশা ভ্যান শ্রমিকলীগের সভাপতি বোরহান উদ্দিন ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আতিকুর রহমান, ইমরান আহমদ, শাহেদ আহমদ, আনছার আলী, হেলাল মিয়া, জিলুর রহমান, হাবিব মিয়া প্রমুখ।
. . . . . . . . .