আ.লীগ নেতা বিধান সাহার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, থানায় ডায়েরি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৮:২০ পূর্বাহ্ণসিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা দাবি করেছেন, তার নাম ভাঙিয়ে ‘একটি কুচক্রীমহল’ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ঠিকাদারদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে নিজের নিরাপত্তায় তিনি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৪৩১ (তারিখ ৭/১০/১৫)।
জিডিতে বিধান সাহা উল্লেখ করেছেন, ‘আমি বিধান সাহা, পিতা মৃত বণেন্দ্র চন্দ্র সাহা, বাসা- একতা, বাগবাড়ি ২৩৫। আমার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার নিমিত্তে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংস্থা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ঠিকাদারদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে।’
‘তন্মধ্যে সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার ইয়াছিন ইসলাম, যার মোবাইল নং-০১৭১১৯৮৪০১৭। তাকে বিভিন্ন তারিখে, বিভিন্ন সময়ে ০১৯৯০৯৬৪০৬৩ নম্বর থেকে আমার নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা প্রদানের জন্য ০১৭৯০৩০১৮০৩ বিকাশ নম্বর ওই ইঞ্জিনিয়ারকে প্রদান করা হয়েছে।’
বিধান সাহা উল্লেখ করেছেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ক্ষতিসাধনের পাঁয়তারা চলছে।’
সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাস। . . . . . . . . .